Site icon Health News

১৪ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আগামী ১৪ জুলাই রাজধানীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এছাড়া সারাদেশের শিশুদেরও এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সালাহ্উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১৪ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ জন শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৮২৫ জন শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

Exit mobile version