Site icon Health News

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের মৃত্যু বেড়েছে এবং শনাক্তের সংখ্যা কমেছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জন হয়েছে।

এছাড়া এক দিনে আরও ৫৫২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৯০ জন।

এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ৫৭১ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ২ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত এক দিনে হাসপাতালে থাকা আরও ৩ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা ছিলেন।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে আইসোলেশনে আনা হয়েছে ১৬৮ জনকে; এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৩২ জন।

Exit mobile version