Site icon Health News

২৪ ঘন্টায় ২৪ মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে মারা গেছেন ২৪ জন। ফলে সরল হিসেবে গত ২৪ ঘন্টার প্রতিঘন্টায় মারা গেছেন ১ জন করে। আবার সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন আরও ৫৮৮ জন। একদিন আগে ২৮ হাজার ছাড়ানোর পর শুক্রবার সকালে দেশে এ ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, প্রান হারানো এই ২৪ জনের ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিলেন ৫ জন। এছাড়া মৃতদের মধ্যে একজনের বয়স ছিল আশি বছরের বেশি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন বরিশাল বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন ৮ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান নাসিমা সুলতানা

তিনি বলেন, সবমিলিয়ে দেশে এখন শনাক্ত বেড়ে হয়েছে ৩০ হাজার ২০৫ জন। এরমধ্যে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শনাক্ত রোগীর সংখ্যার বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। জানালেন, কখনো কখনো প্রানঘাতি হলেও সব মিলয়ে এ পর্যন্ত মোট ৬ হাজার ১৯০ জন এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৪৭টি ল্যাবে মোট ৯ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই সময়ে নতুন করে ২২৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৬০ জন।

Exit mobile version