Site icon Health News

৩৮ থেকে বেড়ে মৃত্যু ৪৩

দেড় হাজারের ঘরে পৌছানোর পর, এবার ২ হাজারের দিকেই ছুটছে দেশে করোনাভাইরাস আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যান। আগেরদিন ৩৮ জন থেকে গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৩ জন। এই সময়ে একদিনে ৩ হাজার ৪১২ জনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে সবশেষ এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।

এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। আর নতুন ৮৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

মঙ্গলবার দুপুরে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ প্রান হারানোদের বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ৬১-৭০ বছর বয়সে মৃত্যু হয়েছে ১০ জনের, ৪১-৫০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ছয়জনের, পাঁচ জনের বয়স ৭১-৮০ বছরে মধ্যে, দুজন ৮০-৯০ বছরের মধ্যে এবং একজন করে মৃত্যু হয়েছে ১১-২০ ও ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে।

চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী পাঁচ জন। ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন; রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬ জনের, খুলনা ও ময়মনসিংহ বিভাগের মৃত্যু হয়েছে দুজন করে এবং একজন করে মৃত্যু হয়েছে বরিশাল ও সিলেট বিভাগে।

তিরিশ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ১২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নতুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৩০ শতাংশ এবং সুস্থতার হার ৩৯.৯৬ শতাংশ।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৭৪ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

Exit mobile version