Site icon Health News

৪০% চিকিৎসককে হাসপাতালে পায়নি দুদক

চিকিৎসকদের কর্মস্থলে না থাকার অভিযোগ নিয়ে নানা আলোচনার মধ্যে ১১টি হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে ৪০ শতাংশ চিকিৎসককে না পাওয়ার কথা জানিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার তিনটিসহ আট জেলার এই হাসপাতালে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায়।

ঢাকার তিনটি হাসপাতাল হল কর্মচারী কল্যাণ হাসপাতাল, মা ও শিশু সদন ও মুগদা জেনারেল হাসাপাতাল। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছা, টাঙ্গাইলের দেলদুয়ার, রংপুরের পীরগাছা, রাজশাহীর গোদাগাড়ী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও দিনাজপুর সদর হাসপাতালে চলে এই অভিযান।

ঢাকার তিনটি হাসপাতালে ১১ শতাংশ চিকিৎসক অনুপস্থিত দেখতে পেয়েছেন দুদক কর্মকর্তার। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬২ শতাংশ চিকিৎসক ছিলেন অনুপস্থিত।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, “ঢাকার দুটি হাসপাতালে রোস্টার ডিউটি অনুসারে ১১০ জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা। কিন্তু ৯৯ জন চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন, ১১ জন ছিলেন অনুপস্থিত।”

ঢাকার বাইরের সাত জেলার হাসপাতালে রোস্টার ডিউটি অনুযায়ি ১৩১ জন চিকিৎসকের মধ্যে ৫০ জন চিকিৎসক উপস্থিত এবং ৮১ জন অনুপস্থিত ছিলেন বলে জানান তিনি।

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তির বিষয়ে হটলাইনে অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানান মুনীর চৌধুরী।

তিনি বলেন, “স্বাস্থ্য সেক্টরে এ অবক্ষয় অত্যন্ত দুঃখজনক। মানবসেবার চেতনা না থাকলে চিকিৎসা সেবা পরিত্যাগ করা উচিৎ।”

দায়িত্বে অবহেলার বিষয়ে দুদক কঠোর অবস্থান নেবে বলেও জানান মুনীর চৌধুরী।

Exit mobile version