Site icon Health News

৪ জেলায় ৪টি মেডিকেল কলেজ হচ্ছে

নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারী জেলায় মেডিকেল কলেজ করতে যাচ্ছে সরকার।

নতুন এই চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

এই চারটির পাশাপাশি চাঁদপুরে আরেকটি মেডিকেল কলেজ করার প্রস্তাবও বিবেচনাধীন বলে তিনি জানান।

বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৬টি। নতুন পাঁচটি নিয়ে এই সংখ্যা ৪১ এ দাঁড়াচ্ছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন পাঁচটি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

নতুন পাঁচটি নিয়ে সরকারি মেডিকেল কলেজে এবার আসন সংখ্যা হবে ৪ হাজার ৬৮টি।

বাংলাদেশে এখন বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৯টি। সেগুলোতে আসন সংখ্যা ৬ হাজার।

আগামী ৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে; পরের মাসে ৯ নভেম্বর হবে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম শনিবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, স্পেশাল বিসিএসের মাধ্যমে অক্টোবর-নভেম্বরের মধ্যে ৭ হাজার তরুণ চিকিৎসক নেওয়া হবে।

ডিসেম্বরে নির্বাচনের আগে আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরুর আশাবাদও প্রকাশ করেন তিনি।

Exit mobile version