Site icon Health News

৫৩ থেকে মৃত্যু নামলো ৪৩-এ

করোনাভাইরাস শনাক্ত এবং মৃত্যু নিয়ে এক মাস আগেও যতটা স্বস্তিতে ছিল বাংলাদেশ, ঠিক ততোটাই বিপরীত অবস্থা এখন।

দিনে পাওয়া হাতে গোনা শণাক্তের সংখ্যা এখন ২৪ ঘন্টায় ৪ হাজারও ছাড়িয়ে গেছে। অবশ্য আগের দিনের ৫৩ মৃত্যু কমেছে ৪৩ জনে। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ১৮৯ জন। ফলে মাঝখানে অসুস্থ হয়ে আছেন ৫০ হাজারের বেশি মানুষ।

বুধবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনের এসব তথ্য উঠে আসে। এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় আরো ৪৩ জন মারা যাওয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৫ জনে।  বিশ্লেষণ বলছে, ২৪ ঘণ্টার শনাক্তের রেকর্ডে কানাডাকে অতিক্রমের পথে বাংলাদেশ। কারণ গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন, ২১-৩০ বছরের একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহে ২ জন এবং  রংপুর বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, বুধবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৪৬ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। 

Exit mobile version