Site icon Health News

একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৩১ জন। মারা গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৩৬৫ জন, আর বাইরের বিভিন্ন জেলায় ১০৬৬ জন।

গত একদিনে ভর্তি রোগীদের নিয়ে এ বছর মোট ২ লাখ ৬৪ হাজার ৬২ জন হাসপাতাল ভর্তি হলো। এর মধ্যে ঢাকায় ৯৭ হাজার ৬২০ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৪৪২ জন।

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জনের চিকিৎসা চলছিল, যাদের মধ্যে ৪৮৬৯ জনই ঢাকার বাইরের। বাকি ১৯২৯ জনের চিকিৎসা চলছিল ঢাকা মহানগরে।

সবশেষ দিনসহ এ বছর মোট ১৩১৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর আগে কোনো বছরেই এডিস মশাবাহিত রোগটিতে এতো মানুষের মৃত্যু হয়নি।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়। আর চলতি মাসের ২৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৬৫৬ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন। আর অক্টোবরের ২৭ দিনে প্রাণ গেছে ৩২৮ জনের।

Exit mobile version