Site icon Health News

এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি

দেশে এক দিনেই দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯ জন।

বৃহস্পতিবার রেকর্ড ২ হাজার ২৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩২১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে হয়েছেন।

নাসিমা সুলতানা বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরী, ১ জন নারায়ণগঞ্জ, ২ জন চট্টগ্রাম মহানগরী, ২ জন চট্টগ্রাম জেলা, ২ জন কুমিল্লা এবং ২ জন কক্সবাজারের রোগী ছিলেন।

এই ১৫ জনের মধ্যে একজনের বয়স ছিল নব্বই বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ছিলেন ২ জন রোগী।

অধ্যাপক নাসিমা বলেন, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

Exit mobile version