Site icon Health News

এডিস মশার লার্ভা: সরকারি চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে সরকারি চারটি প্রতিষ্ঠানের ভবনে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা থাকায় জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ভবনেও এডিসের লার্ভা থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি চারটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। জরিমানা করা ব্যক্তিমালিকানাধীন ভবনটি হলো কারওয়ান বাজার মোড়ের জাহাঙ্গীর টাওয়ার।

দুপুরে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্নভাবে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যার যার আশপাশের আঙিনা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, যদি পানি জমা হতে না দিই, তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।’

Exit mobile version