Site icon Health News

করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও চারজন।

এ নিয়ে নভেল করোনাভাইরাসে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪।

স্বাস্থ্য অধিদপ্তরে শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, সত্তরোর্ধ্ব এই ব্যক্তি বিদেশ ফেরত স্বজনের মাধ্যমে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

গত ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ের মাধ্যমে তার দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। সেটাই ছিল বাংলাদেশে প্রথম মৃত্যু এবং তারও বয়সও ছিল সত্তরোর্ধ্ব।

এর আগে গত ৮ মার্চ আইইডিসিআর বাংলাদেশে তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার খবর জানায়।

এরপর কয়েক দফায় শনিবার পর্যন্ত দেশে মোট ২৪  জন কভিড-১৯ রোগী ধরা পড়ে। তারা কেউ বিদেশ ফেরত, কেউ তাদের স্বজন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোয়ারেন্টিনের জন্য  শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।

করোনা আক্রান্ত রোগীদের জন্য আরও ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট ( পিপিই), মাস্ক কয়েক লাখ এসেছে।

চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন, হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার।

Exit mobile version