Site icon Health News

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় জরুরি সহায়তা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এশিয়ার ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ শুক্রবার এই সহায়তা প্যাকেজ অনুমোদন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই অর্থ দিয়ে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, এন৯৫ মাস্ক, সেইফটি গগলস, অ্যাপ্রন, থার্মোমিটার ও বায়ো-হ্যাজার্ড ব্যাগসহ স্বাস্থ্য নিরাপত্তার সরঞ্জাম কেনা হবে। 

নভেল করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি। 

Exit mobile version