Site icon Health News

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

ঘুষ দিলে তবেই ঢাকার সিভিল সার্জন অফিস থেকে মেলে স্বাস্থ্য সনদ। এজন্য খরচা লাগে তিনশ থেকে হাজার টাকা পর্যন্ত।

আজিমপুরে ঢাকা সিভিল সার্জন অফিসে বুধবার ঝটিকা অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের এই চিত্রের সত্যতা পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্যকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছে, সরকারি এই কার্যালয়ে স্বাস্থ্য সনদের জন্য জনপ্রতি ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।

হটলাইনে (১০৬) এক ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর দুদকের সহকারী পরিচালক মো. জাকারিয়া ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান এই ঝটিকা অভিযানে গিয়েছিলেন।

প্রনব ভট্টাচার্য্য বলেন, “অভিযানে দুদক দলের জিজ্ঞাসাবাদে সিভিল সার্জন অফিসের কর্মচারীরা স্বীকার করেছেন, তারা জন প্রতি ন্যূনতম ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করে, যা সম্পূর্ণ অবৈধ।”

এই অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী গৃহীত জবানবন্দি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ঘুষ গ্রহণকারীদের হাতেনাতে গ্রেপ্তারের জন্য দুদকের ফাঁদ দল নজরদারি চালাচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version