Site icon Health News

জাবালে নূরের বাসচাপায় আহতদের চিকিৎসা খরচ সরকারের

ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় যে সব শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার এই ঘোষণা দিয়েছেন।

এদিকে সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া ১০১২ জন শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ভাংচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। রোববারও বিমানবন্দর সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠান।

তিনি বলেন, “তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।

“পরিবারের সদস্যদের আমি আশ্বস্ত করছি, তাদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে।”

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার এক রিট আবেদন হয় হাইকোর্টে। তার শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়।

জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। আর ক্ষতিপূরণের অর্থ নিহতদের পরিবার পেল কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে বিআরটিএকে।

সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রিট আবেদনটি করেন।

Exit mobile version