Site icon Health News

টেকনাফে আইসিডিডিআর,বি হাসপাতালের ভিত্তিপ্রস্তর

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) কক্সবাজারের টেকনাফ ক্যাম্পাসে ‘মাল্টিপারপাস ডিজাস্টার রেসিলিয়েন্ট শেল্টার আইসোলেশন সেন্টার কাম হসপিটাল কমপ্লেক্স’- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার অন্য তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের সঙ্গে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কক্সবাজারের ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন।

আইসিডিডিআর,বি জানিয়েছে, এর মধ্য দিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইসিডিডিআর,বি– এর জন্য স্থায়ী গবেষণা ও হাসপাতাল ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রকল্পের আওতায় আইসিডিডিআর,বি-এর জন্য এই স্থায়ী গবেষণা ও হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে সহযোগিতা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

নাফ নদীর তীরে টেকনাফ উপজেলায় আইসিডিডিআর,বি হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

এডিবি-র অর্থায়নে এবং ইউনিসেফের সহযোগিতায় আইসিডিডিআর,বি এখানে ৬৫ শয্যার একটি হাসপাতাল পরিচালনা করছে।

প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে হাসপাতালের অবকাঠামো শক্তিশালী করা, স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই অবকাঠামো নির্মাণের মূল লক্ষ্য বলে জানায় আইসিডিডিআর,বি।

Exit mobile version