Site icon Health News

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার বংশবিস্তার ঠেকাতে দৌড়ঝাঁপের মধ্যেই খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ভবনে মিলেছে এডিসের লার্ভা।  

শনিবার রাজধানীর গাবতলীতে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এজন্য ভবন নির্মাণকারী দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।

এ সময় নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কনস্ট্রাকশনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় বঙ্গ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযানে ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Exit mobile version