Site icon Health News

ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু বেশি

বছর ডেঙ্গুতে মৃত্যু তেরশ ছাড়িয়েছে।মৃতদের মধ্যে ৭৯৩ জন ঢাকা মহানগরেরদেশের অন্যান্য এলাকায় মারা গেছেন সব মিলিয়ে ৫১৩ জন

গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের; যা নিয়ে চলতি বছরে এ রোগে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩০৬ জনের। বাংলাদেশে মশাবাহিত এ রোগে এর আগে এত মানুষের মৃত্যু হয়নি।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৪০ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮০২ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৪০৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৩৯৩ জন।

সবমিলিয়ে এখন পর্যন্ত এ বছর ভর্তি রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৬৩১ জনে। ৯৭ হাজার ২৫৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩৭৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ১৪৫ জন। এর মধ্যে ঢাকায় ২০২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭১৪৫ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ২৫৫ জন রোগী।

মাসওয়ারি হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৩১৭ জনের।

Exit mobile version