Site icon Health News

ডেঙ্গু পরিস্থিতি: ডিএনসিসির কর্মীদের ছুটি বাতিল

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিধন এবং জলাবদ্ধতা ঠেকাতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার নগরভবনে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন উল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে সেটি জানিয়ে দেওয়া হয়।

গত মে মাস থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ১৯৩ জন। এদের মধ্যে ৬ হাজার ৬৫৫ জনই ঢাকার। চলতি বছর রোববার পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি মশার উপস্থিতি নিয়ে যে জরিপ করেছে, তাতেও শহরে এইডিস মশার আশঙ্কাজনক উপস্থিতি পাওয়া গেছে।

ঈদের আগে-পরে ভারি বর্ষণে ঢাকার অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছিল।

এ অবস্থায় সোমবার উত্তর সিটি করপোরেশন দুটি বিষয় নিয়ে বৈঠকে বসে।

জলাবদ্ধতা এবং মশক নিয়ন্ত্রণের কাজ করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য এবং প্রকৌশল শাখা।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবে যে শহরে ছড়িয়ে না পড়ে, সেজন্য সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।

জনগণের সচেতনতার উপরও জোর দিয়েছেন মেয়র। তিনি বলেন, “জমে থাকা পানিতে এইডিস মশার জন্ম হয়। বাসার ভেতরে, ছাদে ও বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।”

জলাবদ্ধতা নিয়ে আতিক বলেন, টানা ভারি বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলোর কারণে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।

Exit mobile version