Site icon Health News

ডেঙ্গু: এক দিনে রোগী ভর্তি হাজার ছাড়াল

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিতে।

এই বছর এক দিনে হাসপাতালে এক রোগী আগে দেখা যায়নি। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর আগের সর্বোচ্চ সংখ্যা ৮৮৯।

অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তির তথ্য জানানো হয়। এই রোগীদের ৬২৮ জন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪২৬ জন ঢাকার বাইরে।

নতুন ভর্তিদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৮৯৭ জন।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই সংখ্যাও এ বছর একদিনে সর্বোচ্চ। এর আগে সোমবার ৬ জনের মৃত্যুর খবর এসেছিল। নতুন সাতজনকে নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হল।

এবছর ডেঙ্গু ভয়াবহ হয়ে ওঠার শঙ্কার মধ্যে জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের।

জুলাইয়ের প্রথম ১১ দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে। জুলাইয়ের প্রথম ১১ দিনে ৬ হাজার ৯১৯ জন রোগী হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৬ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩০৩ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ২৩০৬ জন এবং ঢাকার বাইরের ৯৯৭ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হন।

এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বর্ষা পূববর্তী জরিপের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকার ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার ঝুকিপূর্ণ উপস্থিতি পা্ওয়া গেছে। এ অবস্থায় ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি।

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বাধিক। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

Exit mobile version