Site icon Health News

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু জ্বরের জীবাণু বাহক এডিস মশা দমনে ঘরের বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার ঢালার যে পরামর্শ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করা হয়েছে তা বিভ্রান্তিকর ও ক্ষতিকর বলে সতর্ক করেছে সরকার।

বুধবার সরকারী এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।

“বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।”

এ বিষয়ে বিভ্রান্ত না হতে জনগণকে অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণিতে।

এর আগে সরকারের ডাক ও টেলি যোগাযোগ বিভাগ থেকে মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় বলা হয়, “হারপিক আর ব্লিচিং পাউডার বেসিনে ঢালার নির্দেশ পুরোই গুজব। গুজবে কান দেবেন না। এতে ডেঙ্গু প্রতিরোধের বদলে ক্ষতি হবে আরও বেশি।’

সার দেশে ডেঙ্গু ছড়ি পড়ার পর গত কয়েক দিন ফেইসবুকে একটি বার্তা ভাইরাল হয়।

ডেঙ্গু মশা নির্মূলে ঢাকাবাসীকে আগামী শুক্রবার জুমার পরে একযোগে বাসার বেসিনে ৫০০ এমএল হারপিক ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ঢেলে পানি দেওয়ার আহ্বান জানানো হয় সেখানে।

তাতে ঢাকা শহরের ৭০ শতাংশ ড্রেন, ডোবা-নালায় থাকা মশা ও লার্ভা ধ্বংস হয়ে যাবে বলে সেখানে দাবি করা হয় ওই বার্তায়।

ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাসের বাহক হল এডিস মশা। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ থাকে।

এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।

Exit mobile version