Site icon Health News

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

ঢাকার চারটি বিশেষায়িত হাসপাতাল ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য বিনামূল্যে রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে দেবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তাহমিনা সংবাদ সম্মেলনে একথা জানান।

হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।

সানিয়া তাহমিনা সাংবাদিকদের বলেন, “প্লাটিলেট পরীক্ষায় একেকটা হাসপাতালে একেকরকম দাম রাখা হচ্ছে। রোগীদের সহায়তায় বিনামূল্যে এই সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

তিনি জানান, রোগীরা নিজেরা বা সন্ধানীর মতো রক্ত পরিসঞ্চালনে সহায়তাকারী সংগঠনের মাধ্যমে ডোনার নিয়ে গিয়ে এসব হাসপাতাল থেকে বিনামূল্যে রক্তের প্লাটিলেট সংগ্রহ করতে পারবে।

এ বিষয়ে রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গেও অধিদপ্তরের মহাপরিচালক বৈঠক করেছেন বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

ঢাকায় ব্যাপক হারে মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ায় গত রোববার এই জ্বর শনাক্তে বিভিন্ন পরীক্ষার ফি বেঁধে দেয় সরকার।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।

Exit mobile version