Site icon Health News

ডেঙ্গু: ১৮৯৫ রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৯৫ জন; এডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও জনের

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৯৪ জন ঢাকা মহানগরে এবং ১৫০১ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৫৯৩ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৯৬১ জন ঢাকার এবং ১ লাখ ৮১ হাজার ৬৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৫ জন।

এ বছর সব মিলিয়ে যে ১৪২৫ জন মারা গেছেন, তাদের ৮৪৪ জন ঢাকায়, ৫৮১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী। তাদের ১৭২২ জন ঢাকায় এবং ৪৮৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

Exit mobile version