Site icon Health News

ঢাকায় ডেঙ্গু দেখে রাজশাহীতে সতর্কতা

বর্ষা মৌসুমের শেষে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি দেখে সতর্ক অবস্থায় রয়েছেন রাজশাহীর স্বাস্থ্য কর্মকর্তারা।

গত কয়েক বছরের তুলনায় এবার রাজধানীতে ডেঙ্গু রোগের প্রকোপ বেশি। সরকারি হিসাবে, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত ২ হাজার ৬৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১০ জন।

ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রাজশাহীতে তেমন দেখা না গেলেও আগাম সমর্কতা নিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সব উপজেলা ও রামেক হাসপাতালের চিকিৎসকরা জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহা. মাহাবুবুর রহমান খান হেলথ নিউজকে বলেন, “রাজশাহীতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে তেমন চিন্তার কারণ নেই। আমরা আশা রাখি, এই ভাইরাস রাজশাহীতে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না। রাজশাহীতে অতীতেও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া  তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এখানকার পরিবেশ ঢাকার থেকে অনেক ভালো।”

“তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের দিক দিয়ে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি,” বলেন তিনি।

রাজশাহীর সিভিল সার্জন রাজশাহী ডা. সঞ্জিত কুমার সাহা হেলথ নিউজকে বলেন, ঢাকার থেকে রাজশাহীর পরিবেশ অনেক ভালো হলেও এ বিষয়ে জনসাধারণকে সতর্ক  করছেন তারা।

রাজশাহীর প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সতর্ক থাকতে চিঠি দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ডা. সঞ্জিত বলেন, “মাঠ পর্যায়ে আমরা সতর্ক রয়েছি। এখন পর্যন্ত রাজশাহীতে প্রয়োজনীয় ওষুধ সরঞ্জামাদি রয়েছে। রাজশাহীতে বেশি আক্রান্ত হলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

Exit mobile version