Site icon Health News

দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত বেড়ে ৩৩

নভেল করোনা ভাইরাসে বাংলাদেশে তিন জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আরও ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ছয় রোগীর মধ্যে  তিনজন পুরুষ, তিনজন নারী।

সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৩৩ জন। এদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় দেশে কভিড-১৯ এ তিনজনের মৃত্যুর খবর এ পর্যন্ত নিশ্চিত করল আইইডিসিআর।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে দুই জন নার্স, একজন চিকিৎসক। 

আক্রান্ত ৩৩ জনের মধ্যে এখন ঢাকায় আছেন ১৫ জন, মাদারীপুরে আছেন ১০ জন, নারায়ণগঞ্জে আছেন তিন জন, গাইবান্ধায় দুই জন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।

Exit mobile version