Site icon Health News

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

দেশে আরও একজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ জন।

নতুন আক্রান্ত রোগী একজন নারী। তার বয়স ২০-এর কোঠায়।

সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাসের  সর্বশেষ পরিস্থিতি জানান।

তিনি বলেন, বাংলাদেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। আক্রান্তদের মধ্যে এ নিয়ে মোট ১৯ জন সংক্রমণমুক্ত হলেন।

সুস্থ চারজনের মধ্যে একজনের বয়স  ৮০ এবং দুজনের বয়স ৬০ বছর ছিল জানিয়ে  আইইডিসিআর পরিচালক বলেন, “তার মানে বয়োজ্যেষ্ঠ হলেই ঝুঁকিপূর্ণ এমন নয়। সুস্থ চারজনের মধ্যে একজন চিকিৎসক ও নার্স রয়েছেন”

নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় বাংলাদেশে কোভিড-১৯ এ মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজনে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৩৬ জনের কারও শরীরে দুই দফায় পরীক্ষা করে করোনাভাইরাস না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর ৬২ জন আছেন আইসোলেশনে। সব মিলিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন।

Exit mobile version