Site icon Health News

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, ৮ মার্চে প্রথম ৩ জন শনাক্তের পর নতুন করে আর কোনো আক্রান্তের খবর মেলেনি।

দেশের করোনা ভাইরাসের উপর পর্যবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘গত ৪৮ ঘণ্টায় নতুন কোন রোগী পাওয়া যায়নি। তবে আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের অবস্থা ভালো। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্বাসকষ্ট ও জ্বরের লক্ষণ নিয়ে দেশে আসা  তিনজন বাংলাদেশিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনই ভিন্ন তিনটি ফ্লাইটে স্পেন,  ইতালি ও সিঙ্গাপুর থেকে তারা শাহজালাল বিমানবন্দরে আসেন।

এদিকে মঙ্গলবার সৌদি আরব থেকে দেশে ফেরা এক দম্পতির মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যাওয়ায় তাদের ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

আইইডিসিআর পরিচালক জানান, আক্রান্ত রোগীদের নাম-পরিচয় বা কোথায় চিকিৎসা নিচ্ছেন এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে । এ সময় আক্রান্ত রোগিদের সংবাদ প্রকাশের ব্যাপারে মিডিয়াকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দেশের বাইরে থেকে যারা আসছেন তাদের বিষয়ে পরিচালক অধ্যাপক ফ্লোরা বলেন, ‘বিদেশ ফেরতদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে অস্বাভাবিক ধরনের কোনো আচরণ করবেন না। বাড়িওয়ালাদেরও প্রতি অনুরোধ করে অধ্যাপক ফ্লোরা বলেন, আক্রান্ত হলে প্রথমত আইইডিসিআরকে খবর দিন। ভাড়াটিয়াদের বাড়িতে থাকতে দিন, না হলে এটি আরও বেশি ছড়াবে। তাদের যদি হোটেলে থাকতে হয়, তাহলে আমাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে। ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়বে যদি তার শরীরে থেকে থাকে। এছাড়া এটাও খেয়াল রাখতে হবে- বিদেশ থেকে আসা মানেই করোনাভাইরাসে আক্রান্ত নন। আর যারা বিদেশ থেকে আসছেন, তাদের অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকতে হবে।’

আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়, হটলাইনে যত ফোন আসছে তার বেশিরভাগই করোনা সংক্রান্ত। এছাড়া মাক্স কোথায় পাওয়া যাবে, স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, বিদেশ থেকে এলে কি করণীয় কিংবা কোয়ারেন্টিন করতে হবে কিনা ইত্যাদি সম্পর্কিত কল এসেছে।

আইইডিসিআরের পরিচালক বলেন,‘খুব জরুরি না হলে বাইরে কিংবা ভিড়ের মধ্যে না যাওয়াটাই আসলে প্রধান করনীয়। এ সময় আন্তর্জাতিক সভা-সম্মেলন করার জন্য নিরুৎসাহিত করে আইইডিসিআর। নভেল করোনাভাইরাস ছড়িয়েছে একশর বেশি দেশে। বিশ্বজুড়ে আক্রান্ত ১ লাখ ১৩ হাজারের মধ্যে মারা গেছেন অন্তত ৪ হাজার ১৮ জন। তবে যে চীনে এই করোনার প্রথম আক্রমণ সেখানে নতুন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা এখন শতকরা ১ ভাগ। তবে ওই একই করোনায় এখন কার্যত অবরুদ্ধ ইউরোপের অন্যতম প্রধান দেশ ইতালি।

Exit mobile version