Site icon Health News

নবজাতকের চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্মেলন

নবজাতকের ভবিষ্যত রোগ নির্ণয় সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) আয়োজন করেছে একটি আন্তর্জাতিক সম্মেলনের।

বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে, যেখানে নবজাতক বিশেষজ্ঞ ও চিকিৎসকরা অংশ নিচ্ছেন।

সারাদেশের ৭২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং চারজন বিদেশি বিশেষজ্ঞ এ সম্মেলনে তাদের প্রবন্ধ উপস্থাপন করেবেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের ওআইসি উপ-প্রতিনিধি ব্রিজেট জব জনসন বলেন, নবজাতক ও মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হলেও, এখনও প্রতি ৮ মিনিটে এক মাস বয়স হওয়ার আগেই একটি নবজাতকের মৃত্যু হচ্ছে।

এর কারণ হিসেবে সময়ে আগেই জন্ম নেওয়া (প্রি ম্যাচিউর), জন্মের সময় কম ওজন, জন্মের সময় শ্বাসরোধ ও সংক্রমণের কথা তিনি বলেন, যেগুলো প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য।

ব্রিজেট জব জনসন বলেন, “স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, স্পেশাল নিউবর্ন কেয়ার সেন্টার তৈরি, ক্যাঙ্গারু মাদার কেয়ার সম্প্রসারণ, অক্সিজেন থেরাপি ও অবকাঠামো উন্নত করা এবং কমিউনিটি সেবার মাধ্যমে নবজাতকের যত্ন উন্নত করতে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে সহায়তা করেছে।

“তবে প্রতিটি মা ও শিশুর কাছে পৌঁছানোর জন্য এই প্রচেষ্টা আরও এগিয়ে নিতে হবে। মা ও কিশোরীদের সহায়তা, তাদের পুষ্টি উন্নত করা, প্রতিরোধযোগ্য নবজাতক ও মাতৃমৃত্যু চিরতরে বন্ধ করার জন্য সচেতনতা বাড়িয়ে আমাদের অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।”

Exit mobile version