Site icon Health News

নারীরা কিডনির সমস্যায় বেশি আক্রান্ত হন : সমীক্ষা

পুরুষের তুলনায় নারীরা কিডনির অসুখে বেশি ভোগেন বলে এক সমীক্ষায় বলা হয়েছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, কিডনির অস্বাভাবিকতার সমস্যায় নারীদের আক্রান্ত হওয়ার হার ১১.৩৬ শতাংশ। অন্যদিকে, পুরুষদের মধ্যে কিডনির অস্বাভাবিকতার সমস্যা দেখা যায় ৯.৪৮ শতাংশ ক্ষেত্রে।

ক্রনিক কিডনি ডিসিস এর উইকিপিডিয়ায় বলা হয়েছে কয়েক মাস কিংবা বছর খানেকের উপর কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার পরই কিডনির হারানোর সম্ভবনা থাকে। কিডনির বড় রকম সমস্যা কখনই একদিনে হয় না। এটি বহু দিনের প্রক্রিয়া। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, উচ্চ কেলেস্টেরলের সমস্যাই কিডনির সমস্যার অন্যতম কারণ।

কলোম্বিয়া এশিয়া হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, এশিয়ার বেশিরভাগ নারীদের মধ্যে পানি খাওয়ার প্রবণতা কম। এছাড়া দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখেন তারা।

ফলে, বহুদিন ধরে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতে কিডনিতে চাপ পড়ে এবং কিডনির নানা রকম সমস্যা দেখা দেয়।

কিডনি ভাল রাখতে চিকিত্‌সকদের পরামর্শ, নারীরা যখনই প্রস্রাবের সঙ্গে রক্ত, অতিরিক্ত ক্লান্তভাব, ঘুমের সমস্যা, বমি, মাথা ঘোরার সমস্যার মতো লক্ষণগুলো দেখবেন, সঙ্গে সঙ্গে চিকিত্‌সকের পরামর্শ নিতে হবে।

Exit mobile version