Site icon Health News

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপ থেকে যাত্রী আসা বন্ধের সিদ্ধান্তের পরও ৯৫ বাংলাদেশিকে নিয়ে এল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট।

ইতালি ও জার্মানি থেকে ৯৫ জন  বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামে।নামার পর যাত্রীদের গ্রহণ করা হয়।

এ বিষয়ে জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানে এম মফিদুর রহমান বলেন, “আমরা প্রথমে তাদের নামার অনুমতি দিতে চাইনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে তাদের নামার অনুমতি দেওয়া হয়।”

“এটাই শেষ। আগামীতে নিষেধাজ্ঞা অমান্য কেউ করতে পারবে না। আমরা কোনোভাবেই আর কাউকে বাংলাদেশে নামার অনুমতি দেব না।”

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন শনিবার জানান, দেশে সংক্রমণ এড়াতে যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ঢোকায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

এদিকে ৯৫ যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।

Exit mobile version