Site icon Health News

প্রতি এক হাজার নবজাতকের ৩০টি যায় ঝরে

বাংলাদেশে এখন প্রতি এক হাজার নবজাতকের ৩০টি মারা যায়।

বুধবার এক অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন এই তথ্য জানিয়ে বলেছেন, এই হার কমিয়ে আনার কঠিন কাজটি করছেন তারা।

তিনি বলেন, “প্রতি হাজারে নবজাতক মৃত্যু ২০৩০ সালের মধ্যে ১২ তে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে প্রতি হাজারে নবজাতক মারা যাচ্ছে ৩০ জন। মৃত্যুহারটা কমিয়ে আনা বেশ কঠিন, এটি একটি বড় চ্যালেঞ্জ।”

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সচিব।

শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে দেশের ৬৪টি জেলায় একযোগে শুরু হয়েছে জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচি।

এই কর্মসূচির মাধ্যমে নবজাতকের মৃত্যু কমাতে অপরিণত ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ ও অপরিণত নবজাতকদের জটিলতা হ্রাসের জন্য কর্টিকোস্টেরয়েড প্রয়োগ, প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে নবজাতকের সম্ভাব্য মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ সনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, জেলা ও উচ্চ পর্যায়ের হাসপাতালে নবজাতকের বিশেষ স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

এসডিজি অর্জনের জন্য শহরের চেয়ে গ্রামের দিকে বেশি নজর দেয়ার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, জন্মনিয়ন্ত্রণের চেয়েও নবজাতককে সুস্থ রাখা বেশি প্রয়োজনীয়।

মায়েদের সচেতনতায় শিশু মৃত্যুর হার কমার কথা উল্লেখ করে তিনি বলেন, “শুধু শহরে নয়, গ্রামে-গঞ্জেও সচেতনতা বাড়ছে। এ কারণেই আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের আগেই আমরা এসডিজির টার্গেট পূরণ করতে পারব।”

Exit mobile version