Site icon Health News

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি

হিন্দুদের ধর্মীয় উৎসব দিপাবলীর পরদিন সকাল থেকেই ধোঁয়াশায় ঢেকেছে ভারতের রাজধানী দিল্লি

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা, বিরূপ প্রকৃতি, প্রশাসনের সতর্কবার্তা সবকিছু উপেক্ষা করেই রোববার দীপাবলির রাতে দেদার বাজি পুড়েছে দিল্লিতে।

দিল্লিবাসী মেতেছে আলোর উৎসবে। গত কয়েক দিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা উদ্বেগের পর্যায়ে পৌঁছেছে।

ধোঁয়াশায় ঢেকেছে রাজধানীর বাতাস। দৃশ্যমানতাও অনেক কমেছে। এ পরিস্থিতিতে দীপাবলির রাত নিয়ে চিন্তা ছিল। বাজির ধোঁয়ায় বাতাস আরও দূষিত হবে সে আশঙ্কা থেকে দিল্লিতে বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত।

তারপরও দীপাবলির দিন বিকাল থেকে দিল্লির অলিগলিতে বাজি ফাটানোর শব্দ শোনা গেছে। যা চলে মধ্যরাত পর্যন্ত। সোমবার সকালে উদ্‌যাপনের নমুনা হিসাবে দিল্লির রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে অজস্র বাজির বর্জ্য।

পর পর কয়েক দিন দিল্লির বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিছু দিন আগে সামান্য বৃষ্টি হওয়ায় দূষণ খানিকটা কমে। দীপাবলির দিন সকালে দিল্লির বাতাসের মান যথেষ্ট ভাল ছিল।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) জানায়, রোববার দিল্লিতে বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ২১৮। কিন্তু সন্ধ্যা নামতেই দূষণের মাত্রা বাড়তে শুরু করে।

বিবিসি জানায়, কেন্দ্রীয় সরকারের সাফার অ্যাপ এর হিসাবমতে, সোমবার বিকালে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়িয়েছে ৪৪৫ তে। কোনও কোনও স্থানে এই মাত্রা ৫২০ এর ওপরে -(একিউআই ৩০০ পেরোলেই তা ভয়াবহ ক্ষতিকর বলে ধরা হয়)।

দীপাবলিতে দিল্লির দশা দেখে উদ্বিগ্ন পরিবেশবিদেরা। তাদের অভিযোগ, রাতে অনেক এলাকা থেকে বাজি পোড়ানোর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এ ভাবে চলতে থাকলে দিল্লির পরিবেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

Exit mobile version