Site icon Health News

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

বড় সরকারি হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসা দিতে ১৫ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “এর মাধ্যমে দেশের সব বড় সরকারি হাসপাতালগুলোতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১৫ লাখ টাকা অগ্রিম দেবে।”

তিনি জানান, এই ১৫ লাখ টাকা অনুদানের মধ্যে প্রতিজন মুক্তিযোদ্ধার পেছনে ৫০ হাজার টাকা খরচ করতে পারবে হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সচিব সিরাজুল ইসলাম খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে অপরূপ চৌধুরী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

হাসপাতালগুলো হল- ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ইন্সটিটিউট. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইয়েন্সেস হাসপাতাল, জাতীয় মানসিক স্বস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এবং খুলনার শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

মোজাম্মেল হক জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে এ খাতে ১০ থেকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এই অনুদান নির্ভর করবে, কোন এলাকায় কত মুক্তিযোদ্ধা রয়েছে।

Exit mobile version