Site icon Health News

মৃত্যু ছাড়ালো দেড়শ

একদিনে ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫২ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৭ জনের মধ্যে নতুন করে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯১৩ জন।

হাসপাতালে থাকা রোগীদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ জন। এ পর্যন্ত মোট ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে সাত জন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী একজন।

এদের ৫ জন ঢাকার, একজন সিলেটের এবং একজন রাজশাহীর।

মৃতদের পাঁচ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে, একজনের বয়স ৪০-৫১ বছরের মধ্যে এবং একজন শিশু; যার বয়স ১০ বছরের নিচে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি নমুনা, এর মধ্যে শনাক্ত হয়েছে ৪৯৭ জন।

এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৫০ হাজার ৪০১টি।

Exit mobile version