Site icon Health News

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

দেশে এক দিনে আরও ৪১৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৮৬ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এ তথ্য তুলে ধরেন।

গত এক দিনে আরও ১৬ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা ছিলেন।

তাদের মধ্যে ৪ জনের বয়স ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, বাকি ১ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২১ টি প্রতিষ্ঠানে এখন নতুন করোনাভাইরাসের পিসিআর টেস্ট হচ্ছে বলে জানান নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ৩ হাজার ৪১৬টির পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা শেষ হয়েছে।

বুলেটিনে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪ হাজার ১৮৬ জনের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ, ৩২ শতাংশ নারী।

আক্রান্তদের মধ্যে ১০ শতাংশের বয়স ৬০ বছরের বেশি, ১৫ শতাংশের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১৮ শতাংশের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২২ শতাংশের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ৮ শতাংশের বয়স ১১-২০ বছরের মধ্যে, ৩ শতাংশের বয়স ১০ বছরের নিচে।

কোভিড-১৯ আক্রান্তদের ৮৫ দশমিক ২ শতাংশই ঢাকা মহানগরী এবং ঢাকা বিভাগের বাসিন্দা।

ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা, এরপরে যথাক্রমে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী।

গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে রাজারবাগ এলাকায়। এরপর ধারাবাহিকভাবে আছে মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাঁ ও মহাখালী।

Exit mobile version