Site icon Health News

মেডিকেলের পরীক্ষায় কেন্দ্রে ঢুকতে হবে আধা ঘণ্টা আগে

শেষ মুহূর্তে তড়িঘড়ি করা যাদের অভ্যাস, এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে তাদের সেই অভ্যাস ছাড়তে হবে।

এমবিবিএস ভর্তিতে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীসহ কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনসহ যে কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ঘড়িও নিষিদ্ধ করা হয়েছে।

এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষা সংক্রান্ত ওভারসাইট কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সর্বোচ্চ কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার সব প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। তাই পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ এবারও থাকবে না।”

মেডিকেল কলেজগুলোতে যেন প্রকৃত মেধাবীরাই ভর্তির সুযোগ পায়, তা নিশ্চিত করতে সরকার কোনো আপস করবে না বলে জানান তিনি।

ভুয়া প্রশ্নপত্র বা গুজব প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে কেউ কোনো তথ্য পেলে তা সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়ার জন্য মন্ত্রী অনুরোধ করেন।

শিক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে আসতে পারে, সেজন্য তাদেরকে সহায়তা করার জন্য ট্রাফিক পুলিশের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version