Site icon Health News

শুকনো ফলের বাজার দেখতে চান প্রধানমন্ত্রী

মৌসুমি ফল ও সবজি শুকিয়ে বাজারজাত করতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধাননমন্ত্রী শেখ হাসিনা।

থাইল্যান্ড, লাউস, ভিয়েতনাম, ফিলিপিন্সসহ অনেক দেশ এই কাজ করে জানিয়ে তিনি প্রশ্ন করেছেন, “বাংলাদেশ কেন পারবে না।”

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই আসে সরকার প্রধানের নির্দেশ।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, “থাইল্যান্ড, লাউস, ভিয়েতনাম ফিলিপিন্সসহ অনেক দেশ মৌসুমি ফল ও সবজি উন্নত প্রক্রিয়াজাত করে, ফল শুকিয়ে বোতলজাত করে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার কামায়। আমরা কেন পারব না?”

এ জন্য প্রয়োজনীয় সংরক্ষণাগার তৈরির জন্য কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার নির্দেশও দেন শেখ হাসিনা।

Exit mobile version