Site icon Health News

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের যাত্রা শুরু

বিশেষায়িত আরেকটি সরকারি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে; এটি হল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

বুধবার ঢাকার মহাখালীতে এই হাসপাতালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই অনুষ্ঠানে শেরেবাংলা নগরের এস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের উদ্বোধন এবং স্বাস্থ্যসেবার আরও আটটি অবকাঠামোর ভিত্তি স্থাপন করেন তিনি।

শেখ হাসিনা তার সরকারের সময় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিএসএমএমইউর পাশাপাশি চট্টগ্রাম সিলেট ও রাজশাহীতে আরও তিনটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বাকি পাঁচ বিভাগেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দেন তিনি।

গত ১০ বছরে সারাদেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা, জেলা হাসপাতালগুলোকে ২৫০ শয্যায় উন্নীত করা, বিনামূল্যে প্রায় ৩০ ধরনের ওষুধ দেওয়ার ব্যবস্থা করার কথাও বলেন শেখ হাসিনা।

পাশাপাশি উপমহাদেশের সর্ববৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউট গড়ে তোলার কথা তুলে ধরে তিনি বলেন, “চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছি আমরা।”

শেখ হাসিনা বলেন, “আমি ডাক্তারদের কাছে এটুকু অনুরোধ করব, মানুষের সেবা করা… এই মহৎ উদ্দেশ্য নিয়েই আপনাদের এই পেশা। সুতরাং এ পেশাকে মহান ব্রত হিসেবে গ্রহণ করে মানুষের সেবা করবেন।”

প্রধানমন্ত্রী বলেন, “যে বাংলাদেশকে একসময় সবাই অবহেলা করত, এখন আর বাংলাদেশ অবহেলিত নয়। বাংলাদেশকে আবার আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে দিতে পেরেছি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে স্বীকৃত পেয়েছে। বাংলাদেশের মানুষ বিদেশে যেখানেই যায় একটা মর্যাদা পায়, সম্মান পায়।”

Exit mobile version