Site icon Health News

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকায়

দেশের সব সরকারি হাসপাতালে আগামী এক মাস ডেঙ্গুর যেকোনো পরীক্ষার ফি ৫০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

বুধবার দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন এবং সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএসওয়ান, আইজিজি এবং আইজিএম পরীক্ষাটি করতে ১০০ টাকা দিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) শেখ দাউদ আদনানের স্বাক্ষরে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষার এ ফি নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, “ডেঙ্গুর এনএসওয়ান, আইজিজি এবং আইজিএম পরীক্ষা এখন থেকে ৫০ টাকায় করা হবে। বর্তমানে এসব পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হয়।”

গত বছর সারাদেশের সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করে সরকার।

দেশে এ বছর বর্ষা শুরুর আগে থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মঙ্গলবারও সারাদেশে ১ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের।

এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৩০৩ জন রোগী।

Exit mobile version