Site icon Health News

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

সিলেটে বন্যায় যেসব এলাকা তলিয়েছিল, পানি নেমে যাওয়ার এখন সে এলাকাগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়াসহ নানা রোগ।

সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনের ফলে এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, ওসমানীনগর উপজেলার গ্রামের পর গ্রাম।

কয়েকদিন পানি বন্দি থাকার পর এসব গ্রামের হাজার হাজার মানুষ পানি থেকে বাঁচলেও পানি বাহিত নানা রোগের কবলে পড়েছেন। মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা ও জেলা প্রশাসনও তৎপর হয়েছে।

বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ হেলথ নিউজকে বলেন, পানিবন্দি মানুষের মধ্যে কোনো রোগ যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে, সেজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করেছে।

সিলেট জেলা সিভিল সার্জন হিমাংশু লাল হেলথ নিউজকে বলেন, বন্যা পরবর্তী সময়ে রোগের প্রকোপ এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউিনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজন মতো খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে সিলেট জেলার যে কয়টি উপজেলায় বন্যা হয়েছে, সেই সব উপজেলার ইউনিয়নে মেডিকেল ক্যাম্প করে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হবে।

Exit mobile version