Site icon Health News

সিলেটে মেডিকেল বর্জ্য ফেলতে তৈরি হচ্ছে আলাদা জমি

সিলেট মহানগরীর মেডিকের বর্জ্য অপসারণের জন্য এবার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য দক্ষিণ সুরমার লালমাটিয়ায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্যানেটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।

মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় একথা জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, প্রিজম বাংলাদেশ এর উদ্যোগে এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে ক্লিনিকেল ও মেডিকেল বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাম্পিং করার জন্য অটোক্ল্যাপ প্রযুক্তি চালু করা হচ্ছে। ইতোমধ্যে এই কাজের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব তাড়াতাড়ি এই অতি প্রয়োজনীয় কাজ শুরু হবে।

তাহলে আগে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে খোলা ও এবড়ো থেবড়োভাবে বর্জ্য ডাম্পিং করা হত, তা আর হবে না। নতুন প্রকল্পের অধীনে মেডিকেল বর্জ্য অপসারণের জন্যও আলাদা জমি থাকছে বলে মেয়র জানান।

প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে তরল বর্জ্যের কারণে পরিবশ দূষণের মাত্রা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version