Site icon Health News

১৪ হাজার কমিউনিটি ক্লিনিক দৃষ্টান্ত: নাসিম

বাংলাদেশের তৃণমূল মানুষের জন্য ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের সেবাদান অনেক দেশের জন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সচিবালয়ে কমনওয়েলথ মহাসচিব রোটারিয়াল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শনের জানান। প্যাট্রিসিয়াও তাতে আগ্রহ প্রকাশ করেন।

মিয়ানমার থেকে নির্যাতনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সে দেশের প্রতি চাপ বাড়ানোর জন্য কমনওয়েলথ মহাসচিবের প্রতি আহ্বান জানান নাসিম।

কমনওয়েলথ মহাসচিব রোহিঙ্গাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে অস্থায়ী আবাস তৈরি এবং খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করন।

তিনি বলেন, মানবিকতার দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অনন্য ভূমিকা রেখেছে।

প্যাট্রিশিয়া জানান, কমনওয়েলথভুক্ত সব দেশের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত জ্ঞান, তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে তথ্যমূলক ওয়েবসাইট খোলা হয়েছে যেখান থেকে প্রতিটি দেশ সৃজনশীল উদ্যোগ গ্রহণের সুযোগ পাবে।

তিনি কমনওয়েলথের উদ্যোগে কুইন স্কলারশিপ এবং কমনওয়েলথ ইউনিভার্সিটির স্কলারশিপে অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

Exit mobile version