Site icon Health News

ঠাণ্ডা লাগলে আইসক্রীম বাদ?

তথ্যটি ভুল। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের কয়েকজন গবেষক ও এক চিকিৎসক জানান, দুগ্ধজাত খাবার খেলে শ্লেষ্মা বাড়ে বলে যে ধারণা ছিলো তা আসলে ভুল।

বরং গলা ব্যথা হলে হিমায়িত দুগ্ধজাত খাবার খেলে গলায় আরাম দেয়। আর এতে থাকা ক্যালরি শরীরে শক্তিও যোগায়।

সূত্র: বিজনেস ইনসাইডার, আমেরিকান রিভিউ অব রেসপাইরেটরি ডিজিজ, মায়ো ক্লিনিক।

Exit mobile version