আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ মার্চ ২০১৯, ২৩:০৩ | আপডেটেড ১২ মার্চ ২০১৯, ১০:০৩

HC-Ctg-Edit

বাংলাদেশের হাসপাতালগুলোতে কতটি আইসিইউ, সিসিইউ রয়েছে এবং প্রতিটির জন্য কত খরচ হয়, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে সে হিসাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়।

সরকারি-বেসরকারি হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্র পরিচালনায় নীতিমালা প্রণয়ন ও চিকিৎসা সেবার মূল্য তালিকা প্রদর্শন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানিতে এই আদেশ আসে।

আইসিইউ বা সিসিইউ ইউনিটের সংখ্যা এবং তা তৈরির জন্য কত টাকা খরচ হয়, কী পরিমাণ লোকবল ও বিশেষজ্ঞের প্রয়োজন পড়ে, হলফনামা আকারে সেই প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশনস) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী নীতিমালা প্রণয়নে আদালতের আদেশ কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন দিতে গত ১৯ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিল হাই কোর্ট।

সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৪ মার্চ অগ্রগতি প্রতিবেদন জমা দেয়। আদালতে তা উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ।

অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশে গত ২৪ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। 

এই কমিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।

শুনানিতে আদালতের জিজ্ঞাসায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দেশে ৭২টি আইসিইউ রয়েছে। তার মধ্যে ঢাকা মেডিকেলে সবচেয়ে বেশি ৩০টি। বিএসএমএমইউতে আছে ১০টি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত

করোনা পরীক্ষায় অন্তঃসত্ত্বাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ হচ্ছে দেশ

নতুন শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

২৪ ঘন্টায় নেই ৪০ জন

মৃত্যু ৬শ ছাড়ালো

এক দিনেই শনাক্ত আড়াই হাজার

মাস্ক পরে অফিসে যেতে হবে

এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি

পৃথিবীর সাড়ে ৩ লাখ মানুষ নেই !

এক সপ্তাহেই প্রাণহানি ১৫৮

আবারো ২১-এ ফিরলো মৃত্যু

মৃত্যু ৫শ ও আক্রান্ত ৩৫ হাজার ছাড়ালো

একদিনেই মৃত্যু ২৮ জনের

করোনা: প্রতিদিনই ভাঙ্গছে পুরনো রেকর্ড

করোনা: প্রতিদিনই ভাঙ্গছে পুরনো রেকর্ড

২৪ ঘন্টায় ২৪ মৃত্যু

মৃত্যু ৪শ ছাড়ালো: আক্রান্ত সাড়ে ২৮ হাজার

একদিনেই পরীক্ষা ১০ হাজার ছাড়ালো

আজও মারা গেলেন ২১ জন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3