ঈদের ছুটিতেও হাসপাতাল থাকবে সচল

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ জুন ২০১৮, ২৩:০৬ | আপডেটেড ১৫ জুন ২০১৮, ১১:০৬

news_pkg_icddrb_000_230418_rasna.00_11_10_17.Still018

ঈদের ছুটিতে যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালগুলোতেও সেই রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগে ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও গত কয়েক বছরে চিত্র বদলেছে। এবারও তেমনই হবে বলে আভাস পাওয়া গেছে।

বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের নিয়েই রোস্টার করেছেন তারা। ফলে রোগীদের সেবায় কোনো ঘাটতি হবে না।

ঈদ উল ফিতরের ছুটির মাঝে রোগীদের জন্য আগামী ১৮ জুন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।

তবে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, বন্ধের দিনগুলোতে হাসপাতালের জরুরি বিভাগ বিভাগ ও ইনডোর সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে।

তিনি বলেন, “বিশেষ ব্যবস্থায় আমাদের হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের রোস্টার করে দেওয়া হয়েছে। আমি নিজে তার তদারকি করছি। তাদের জন্য ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিনের খাবারের ব্যবস্থাও করা হয়েছে, যেহেতু ছুটির এ সময়টাতে বাইরে খাবার পাওয়া কঠিন হয়ে যায়।”

একইসঙ্গে বিএসএমএমইউতে রোগীদের জন্যও ঈদের দিন থাকছে উন্নত মানের খাবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক সময়ের মতোই ২৪ ঘণ্টা চলবে ঈদের ছুটিতে। বার্ন ইউনিটও সবসময় ২৪ ঘণ্টা খোলা থাকে। ঈদের ছুটিতেও তা থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটির সময়কার পাঁচ দিনের জন্য বিশেষ রোস্টার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেনও বলেন, ঈদের সময়ে রোগী কমলেও তাদের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্মকর্তারাও একই কথা বলেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

ওসমানিতে ‘ধর্ষণ’ তদন্তের সময় বাড়ানোর আবেদন

স্বাস্থ্যসেবায় টানাতে হবে মূল্য তালিকা

হেপাটাইটিস এড়াতে সচেতন হতে আহ্বান

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অনুদান

রামেকে লিভার রোগীর তুলনায় শয্যা কম

ভালসারটান ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

এপেক্স ক্লাবের মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

৪ চিকিৎসকের বিরুদ্ধে রাইফার বাবার মামলা

সিলেট কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু

কঠিন খবরটি ছেলেকে দেওয়ার কঠিন কাজটি করলেন সোনালী

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘ঘুষ ছাড়া চলে না’ ঢাকার সিভিল সার্জন অফিস

১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হবে ৮ বিভাগে

সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানী মেডিকেলে ‘ধর্ষণ’ তদন্তে কমিটি

রোগীর স্বজনকে ধর্ষণ: ইন্টার্ন চিকিৎসক আটক

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3