মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, ক্লাস শুরু ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ অক্টোবর ২০১৮, ২০:১০ | আপডেটেড ৮ অক্টোবর ২০১৮, ১১:১০

mbbs-exam

পরীক্ষা নেওয়ার দুদিনের মধ্যে প্রকাশ হল মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল; ক্লাস শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের কথা জানায়। অধিদপ্তরের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

গত শুক্রবার সরকারি ও বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছিল। এবার পরীক্ষার্থী ছিল ৬৫ হাজার ৯১৯ জন।

৩৬টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪০৬৮ জনকে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি ৫০০ জনের একটি অপেক্ষমান তালিকাও হয়েছে।

৪০৬৮ জন থেকে ভর্তির পর আসন শূন্য থাকলে অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ চাইলে তাকে ১ হাজার টাকা ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।

সরকারি মেডিকেল কলেজে ক্লাস ২০১৯ সালের ১০ জানুয়ারি শুরু হবে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৩২টি।

এমবিবিএস ভর্তির পর আগামী মাসে ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3