ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ জুলাই ২০২৩, ২১:০৭ | আপডেটেড ১৬ জুলাই ২০২৩, ০৯:০৭
ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার বংশবিস্তার ঠেকাতে দৌড়ঝাঁপের মধ্যেই খোদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ভবনে মিলেছে এডিসের লার্ভা।
শনিবার রাজধানীর গাবতলীতে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এজন্য ভবন নির্মাণকারী দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, এডিস মশা নিধনে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার গাবতলী বেড়িবাঁধ রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান।
এ সময় নির্মাণাধীন দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কনস্ট্রাকশনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেন তিনি।
এছাড়া দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় বঙ্গ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিন ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযানে ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিষয়:
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?