মশা নিয়ন্ত্রণে থাকবেন সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৮ মার্চ ২০২৫, ০০:০৩ | আপডেটেড ১৮ মার্চ ২০২৫, ০৩:০৩

বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধের জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সাড়ে পাঁচ হাজার সেচ্ছাসেবক কাজ করবেন।
সোমবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক গোলটেবিল আলোচনায় প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, মশা নিয়ন্ত্রণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে জোর দিচ্ছে ডিএনসিসি।
“জনচেতনতার বিকল্প নাই। তাই জনসচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দেব। ‘গণপরিসরগুলোয়’ মশা নিধনে আধুনিক ফাঁদ পাতা হবে। মশা নিধনের কীটনাশকগুলোর মান পরীক্ষা করা হবে নিরপেক্ষ ল্যাবে।”
বৈঠকে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম উপস্থিত ছিলেন।
বিষয়: special5
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

