সরকারি অ্যাম্বুলেন্সে যেন পিকনিক না হয়: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৭ জুলাই ২০১৮, ২৩:০৭ | আপডেটেড ১৮ জুলাই ২০১৮, ১০:০৭
সরকারি অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
“এটা দিয়ে যেন পিকনিক করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে,” বলেছেন তিনি।
মঙ্গলবার ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিআরএএইচ-অপারেশনাল প্ল্যান এর আওতায় সংগৃহীত ‘অ্যাম্বুলেন্স হস্তান্তর সভা’য় এই নির্দেশ দেন মন্ত্রী।
সরকারি অ্যাম্বুলেন্সের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব জায়গায় অ্যাম্বুলেন্স দেওয়া হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রধান অতিথি।
জন্ম নিয়ন্ত্রণে এক সময় ধর্মান্ধদের বাধা দেওয়ার কথা উল্লেখ করে নাসিম বলেন, “এখন সবাই বোঝে, ছোট পরিবার সুখী পরিবার। তবে জন্ম নিয়ন্ত্রণ মানে এই নয় যে জনসংখ্যা অতি নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে আবার দেশে বৃদ্ধ লোক বাড়বে, কিন্তু কাজের লোক থাকবে না।”
স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ সালে যেখানে আমাদের প্রয়োজনের ৯৮ ভাগ ওষুধ আমদানি করতে হত, বর্তমানে একশর বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ২৯’শ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব বেড়েছে। তবে এ্যানেসথেশিস্টের অভাবে আটটি কেন্দ্রে প্রসব সেবা বন্ধ রয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী ৫টি অ্যাম্বুলেন্সের প্রতিকী চাবি ৫ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের হাতে তুলে দেন। জেলাগুলো হল-গোপালগঞ্জ, মানিকগঞ্জ, পটুয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা।
অধিদপ্তরে এদিন আরেক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রসূতি ও মাতৃস্বাস্থ্য সেবা সংক্রান্ত হট লাইন উদ্বোধন করেন।
এখন থেকে ১৬৭৬৭ এই হট নম্বরে কল করে প্রসূতি ও মাতৃ স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের তথ্য সেবা সম্পর্কে জানতে পারবেন মায়েরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, অধিদপ্তরের পরিচালক রমজান আলী, এমসিআরএইইচ’র পরিচালক ডা. মো. শরিফ।
বিষয়: special5
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?