স্তন ক্যান্সারের চিকিৎসায় বিস্ময়কর সাফল্য

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ৫ জুন ২০১৮, ০২:০৬ | আপডেটেড ৫ জুন ২০১৮, ০৩:০৬

judy-perkins

আর মাত্র তিন মাস বাঁচতে পারেন- চিকিৎসকরা এটা বলে দেওয়ার পর আশা হারিয়ে মৃত্যুর দিনই গুণতে শুরু করেছিলেন ক্যান্সারাক্রান্ত জুডি পারকিন্স। কিন্তু দুই মাস পেরিয়ে দুই বছর হয়ে গেছে, জুডি এখনও বেঁচে। শুধু তাই নয়, তিনি এখন ক্যান্সার থেকে মুক্ত।

যে চিকিৎসায় দুরারোগ্য ব্যাধিটি থেকে জুডি মুক্তি পেলেন, তাকে বিস্ময়কর বলছেন গবেষকরা। তারা বলছেন, জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় যে সাফল্য পাওয়া গেছে, তা অন্য ক্যান্সার নিরাময়েও ঘটতে পারে।

৪৯ বছর বয়সী জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় তার দেহে ৯ হাজার কোটি ক্যান্সার প্রতিরোধী কোষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর তাতেই মিলেছে অভূতপূর্ব সাফল্য।

ফ্লোরিডার স্তন ক্যান্সারাক্রান্ত জুডির চিকিৎসায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকদের এই চিকিৎসা পদ্ধতির খবর সোমবার এসেছে বিবিসিতে।

জুডির স্তনে ক্যান্সার এতটাই ছড়িয়ে পড়েছিল যে প্রচলিত অন্য চিকিৎসায় তা আরোগ্যের কোনো সম্ভাবনা দেখছিলেন না চিকিৎসকরা। তার দেহে টেনিস বল আকৃতির একটি টিউমার ক্যান্সার সেলে রূপ নিয়েছিল।

এরপর চিকিৎসকরা নতুন পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নেন; তবে জুডিকে বলেছিলেন, তিনি এতে হয়ত সেরেও উঠতে পারেন।

জুডি বলেন, “থেরাপি শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে আমি টের পাচ্ছিলাম, আমার শরীরের ভেতরে কিছু একটা ঘটছে। দুই সপ্তাহ পর মনে হল, টিউমারটি নেই।”

পাঁচ সপ্তাহের চিকিৎসার পর যখন স্ক্যান করে ক্যান্সার কোষ আর নেই বলে জানা গেল, তখন আনন্দে যেন শূন্যে ভাসছিলেন জুডি। নতুন জীবন পেয়ে এই নারী এখন সাগরে ছোট নৌকা ভাসাতেও ভয় পাচ্ছেন না।

চিকিৎসকরা জানিয়েছেন, জুডির স্তন ক্যান্সারের চিকিৎসায় তার দেহে ‘জীবন্ত ওষুধ’ প্রয়োগ করা হয়, যা তৈরি হয়েছে তারই দেহকোষ থেকে।

এই চিকিৎসাকে যুগান্তকারী বললেও চিকিৎসক দলের প্রধান স্টিভেন রোসেনবার্গ বলেন, এটি এখনও পরীক্ষামূলক, আরও গবেষণা প্রয়োজন।

তবে তিনি বলেন, “আমরা কেবল জেনেছি, এটা কীভাবে কাজ করে। হতে পারে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করতে পারে।”

তবে গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রেস্ট ক্যান্সার নাও’ এর পরিচালক ডা. সিমন ভিনসেন্ট এই চিকিৎসা পদ্ধতিকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বলে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, “এটা বিস্ময়কর একটি সাফল্য বলে আমি মনে করি।”

একজন রোগীর ক্ষেত্রে এই সাফল্য অনেকের রোগমুক্তির পথ খুলে দেবে বলে আশা করছেন ডা. ভিনসেন্ট

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মানসিক অসুস্থতার মিথ্যা সনদে জেল-জরিমানা

জনসন অ্যান্ড জনসনকে ৪৭০ কোটি ডলার জরিমানা

ভিটামিন এ ক্যাম্পেইনে কমেছে রাতকানা রোগী

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

নতুন চেহারার সোনালী জানালেন, লড়াইয়ে আছি

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ

সিলেটে বন্যা পরবর্তী রোগ এড়াতে তৎপর প্রশাসন

লাশ লুকানোর চেষ্টা, ব্যর্থ হয়ে উধাও সবাই!

ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক চাকরিচ্যুত

রাইফার মৃত্যুতে ম্যাক্স হাসপাতালের ‘গাফিলতি’

ধানমণ্ডিতে ইবনে সিনা ডায়াগনস্টিক, জাপান-বাংলাদেশকে জরিমানা

চট্টগ্রামের সেই ম্যাক্স হাসপাতালকে নোটিস

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3