হত্যার হুমকি সাংবাদিক বোরহানুল হককে
নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২ মার্চ ২০২৫, ১৫:০৩ | আপডেটেড ২ মার্চ ২০২৫, ০৫:০৩

শারীরিক আত্রমণের পর এবার হত্যার হুমকি পেয়েছেন মোহনা টেলিভিশনের হেড অফ নিউজ মো: বোরহানুল হক। এমন বাস্তবতার পর রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দীর্ঘদিনের এই পেশাদার সাংবাদিক।
গত ২৭ ফেব্রুয়ারি করা ওই জিডি নম্বর ২৩৭১। তবে জিডি করার পর কয়েকদিন হয়ে গেলেও এ নিয়ে পুলিশের কোনো তৎপরতা চোখে পড়েনি। শংকিত অবস্থায় জীবন কাটানোর কথা উঠে এসেছে তার জিডিতে। বোরহানুল হক উল্লেখ করেছেন,তাকে কিছু ব্যক্তি হত্যার হুমকি দিয়ে চলেছেন। জানা গেছে, তার বাসা ও অফিসের সামনে অপরিচিত লোকজনের আনাগোনাও দেখা যাচ্ছে। জিডিতে বেসরকারি মোহনা টিভির বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট জানান,এর আগে গত ৭ আগস্ট তার কর্মপ্রতিষ্ঠানে (মোহনা টিভি) কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে এবং তাদের কোমরে গুঁজে রাখা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের সঙ্গে যেতে নির্দেশ দেয়। তাদের নির্দেশ অনুযায়ী তিনি অফিস থেকে বের হয়ে নিচে নেমে আসেন। এরপর সন্ত্রাসীরা তাকে অস্ত্র দেখিয়ে ধাওয়া করে। উপর থেকে নিচ পর্যন্ত পুরো ঘটনাটি অফিসের সিসিটিভিতে ধরা পড়ে।
এ ঘটনার পর পূর্ব নির্ধারিত অনুযায়ি একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে কানাডায় যান। মাসখানেক পর তিনি দেশে ফিরে আসেন।পরবর্তীতে টেলিভিশন কর্তৃপক্ষের অনুরোধে তিনি আবার তার কর্মস্থলে যোগদান করেন। মোহনার সংবাদকর্মিরা জানান, সম্প্রতি কিছু অপরিচিত লোকজনকে প্রায়ই তাদের অফিসের বাইরে ঘুরে বেড়াতে দেখা যায়। জিডিতেও এ কথা উল্লেখ করেছেন বার্তা প্রধান সম্রাট।
জিডিতে বলা হয়, অফিস সহকর্মীদের হুমকি দিয়ে আগের ওই সন্ত্রাসীদের সহযোগিরা বলেছে, গণমাধ্যমটি ছেড়ে না গেলে তাকে ঈদের পর মেরে ফেলা হতে পারে। বর্তমানে পরিবার নিয়ে আতংকের মধ্যে বসবাস করছেন এই পেশাদার সাংবাদিক। প্রায় ২৬ বছর ধরে কাজ করা বোরহানুল হক দেশের প্রথম নিউজ চ্যানেল সিএসবির সিনিয়র রিপোর্টার, দ্বিতীয় নিউজ চ্যানেল এটিএননিউজের চীফ রিপোর্টার,জনপ্রিয় টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক,দেশটিভির প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি এবং ২০১৭ সাল থেকে ৭ বছর গুরুত্বপূর্ণ ওই সংগঠনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
১৯৯৮ সালে দৈনিক প্রথম আলো দিয়ে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন তিনি।
বিষয়: special3
নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু
আঙুর কেন খাবেন?
ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
সব টিপস...
চকলেটে ব্রণ হয়?
এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।
আরও পড়ুন...
ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

